• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

মিঠামইনের চাঞ্চল্যকর ফায়েম হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

  • ''
  • প্রকাশিত ০৭ মে ২০২৪

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার চাঞ্চল্যকর ফায়েম হত্যা মামলার পলাতক আসামি তৌফিকুলকে নরসিংদী হতে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ সি পি সি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতারকৃত আসামি তৌফিকুল মিয়া ওরফে তহুকুল(২২) ইটনা উপজেলার গজারিয়া কান্দা উত্তর পাড়া এলাকার মৃত সফর আলির ছেলে। তিনি ফায়েম হত্যা মামলার ২ নং আসামি।

এ ঘটনায় র‌্যাব জানায় নিহত ফায়েম মিয়া ওরফে বকুল(১৪), পিতা-জয়নাল আবেদন, সাং-গজারিয়াকান্দা উত্তরপাড়া, থানা-ইটনা, জেলা-কিশোরগঞ্জ, হবিগঞ্জ জেলার আজমীরিগঞ্জ থানাধীন ছুলুরি মডেল স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। গত ২১/০৪/২০২৪ ইং বিকাল অনুমান ০৩:০০ ঘটিকার সময় ভিকটিম ফায়েম মিয়া ওরফে বকুল(১৪) আসামি ১। মোঃ সাব্বির মিয়া(১৯), পিতা-ফিরোজ মিয়া, ২। মোঃ তৌফিকুল মিয়া ওরফে তহুকুল(২২), পিতা-মৃত সফর আলী, উভয় সাং-গজারিয়াকান্দা উত্তরপাড়া, থানা-ইটনা, জেলা-কিশোরগঞ্জ’দ্বয়ের সাথে আমিরগঞ্জ বাজার হইতে বেড়ানোর উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হয়। পরবর্তীতে ভিকটিম বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজি করে না পেয়ে ভিকটিমের পিতা জয়নাল আবেদীন(৪৭) গত ২৩/০৪/২০২৪ ইং তারিখ ইটনা থানায় নিখোঁজ সংক্রান্ত ০১টি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে গত ২৪/০৪/২০২৪ ইং ভিকটিমের পিতা ইটনা থানা পুলিশের মাধ্যমে সংবাদ পান যে, মিঠামইন থানাধীন সিংগা গ্রামের ঝিনুক নদীতে ০১টি লাশ পাওয়া গেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ভিকটিমের পিতা ও পরিবারের লোকজন উক্ত স্থানে গিয়ে ভিকটিমের লাশ শনাক্ত করে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা জয়নাল আবেদীন(৪৭) বাদী হয়ে মিঠামইন থানায় এজাহারনামীয় ০২জন আসামি সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে ০১টি হত্যা মামলা দায়ের করেন।

বর্ণিত বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত মামলার আসামিদের ধরতে র‌্যাব-১৪ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। মামলার আসামি তৌফিকুল মিয়া ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে যায়।তৌফিকুলকে আটক করতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। সর্বশেষ নরসিংদী জেলার শিবপুর থানা ইঠাখোলা এলাকায় আত্মগোপন থাকা অবস্থায় দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে গত সোমবার ০৬ মে বেলা ০১টার সময় র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ও র‌্যাব-১১, নরসিংদী এর দুটি চৌকস অভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে পলাতক আসামি মোঃ তৌফিকুল মিয়া ওরফে তহুকুল(২২) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads